লেনিন কে? কেন ভাঙা হল লেনিনের মূর্তি ত্রিপুরায়? কেন রাজ্যপাল এই বিসয় সমর্থন করলেন? দেখুন চাঞ্চলকর তথ্যটি..

- March 05, 2018
                                 

সুপ্রভাত ডিজিটাল: ত্রিপুরায় বাম দুর্গ পতনের পর এবার নিশানায় ছিল লেনিন মূর্তি। সোমবার দক্ষিণ ত্রিপুরার বেলোনিয়ায় বুলডোজার দিয়ে ভাঙা হল লেনিনের মূর্তি বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়। অভিযোগ, বুলডোজার চালককে মদ্যপান করিয়ে এই কাণ্ড হয়। কিন্তু এমন কান্ড হওয়া খুসি ত্রিপুরা বাসী।  এই ঘটনার পরেই টুইট করেন বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক রাম মাধব  বলেন 
জনতা লেনিনের মূর্তি ভাঙছে রাশিয়ায় নয়, এটা ত্রিপুরার ছবি. চলো পাল্টাই‍। এর পর টুইট করেন 
ত্রিপুরার রাজ্যপাল তথাগত রায় তিনি বলেন একটি নির্বাচিত সরকারের কীর্তি অন্য নির্বাচিত সরকারের ধ্বংস করার অধিকার রয়েছে। এমন দেশ বিরোধী মূর্তি সাধারণ মানুস ও চান না তাই এমন সিধান্ত বলে মনে করছে সুপ্রভাত।  

দেখুন ভিডিওটি,

                                 


EmoticonEmoticon

 

Start typing and press Enter to search