আপনিও জানলে রেগে যাবেন " কিভাবে পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের টাকা এবার আত্মসাৎ করবে 40000 রোহিঙ্গা "

- March 05, 2018

সুপ্রভাত ডিজিটাল: রোহিঙ্গাদের নিয়ে সরকার থেকে সাধারণ সব মানুস এখন চিন্তায়। গোয়েন্দা সুত্রে খবর পশ্চিমবঙ্গের উত্তর ২4 পরগনা ও দক্ষিণ ২4 পরগণা জেলায় ক্রমশ হাজার হাজার রোহিঙ্গা বসতি স্থাপন করছে। অনুমান করা হচ্ছে ৪০ হাজার রোহিঙ্গা বর্তমানে পশ্চিমবঙ্গে ঢুকেছে। এবং তারা আসতে আসতে বসতি  স্থাপন করছে। 



পশ্চিমবঙ্গ সরকার এই নিয়ে এখনও পর্যন্ত কোনো ব্যস্ততা নেওয়া হয়নি।সুপ্রিম কোর্টের রেজিস্ট্রারে বলা হয়েছে আইএসআই ও আইএসআইএস এবং অন্যান্য চরমপন্থী গোষ্ঠীর সাথে যুক্ত থাকতে পারে রোহিঙ্গারা, তারা পরবর্তী কালে দেশের সংবেদনশীল এলাকায় ঢুকে অনেক ক্ষতিও করতে পারে।

 ২9 টি রোহিঙ্গারা বর্তমানে  উত্তর ২4 পরগনার মধ্যে বসবাস শুরু করেছে এবং তাদের বসতি স্থাপনের জন্য নতুন ঘর নির্মাণের কাজ ইতিমধ্যে শুরু হয়েছে। প্রশ্ন এখন এটাই সরকার সব জেনে কেন চুপ করে এদের সাহায্য করছে। নিকটবর্তী গ্রামগুলিতে বসবাসরত জনগণকে তাদের জমি রোহিঙ্গাদের দান করার জন্য বলেছে যাতে তারা স্থায়ীভাবে পশ্চিমবঙ্গে স্থায়ীভাবে বসবাস করতে পারে।





EmoticonEmoticon

 

Start typing and press Enter to search