বাজেট আর বাজেট এখন সবার মুখে মুখে কারণ আর কিছুদিন পর আসতে চলেছে বাজেট, গোপন সূত্রের খবর, সেজন্য করকাঠামো বদলের কথা ভাবছে কেন্দ্র। পাশাপাশি, আয়করের ঊর্ধ্বসীমা বাড়িয়ে ৩ লক্ষ টাকা পর্যন্ত করার চিন্তাভাবনা শুরু করেছে মোদী সরকার।
এমন ব্যবস্তা হলে সাধারণ মানুস উপকৃত হবে,২০১৮-১৯ আর্থিক বছরের সাধারণ বাজেট পেশ করা হবে আগামী ১ ফেব্রুয়ারি। সেখানে ৫-১০ লক্ষ টাকা আয়ের মানুষদের জন্য আয়কর ১০ শতাংশ করা হতে পারে। পাশাপাশি ১০-২০ লক্ষ টাকা বার্ষিক আয়ের ব্যক্তিদের ক্ষেত্রে আয়কর ধার্য করা হতে পারে ২০ শতাংশ। ২০ লাখের বেশি আয়ের মানুষদের ক্ষেত্রে কর হতে পারে ৩০ শতাংশ।গত বাজেটে করছাড়ের ঊর্দ্ধসীমায় কোনও বদল করেনি সরকার। তবে বার্ষিক ২.৫-৫ লক্ষ টাকা আয়ের মানুষদের ক্ষেত্রে করের হার ১০ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করা হয়েছিল।বাজেট এর দিকে মুখ করে রয়েছে সাধারণ মানুস কারোর চিন্তা আবার কারোর হাসির কারণ এবার দেখা যাক বাজেট কি বলে তার সাথে অরুন জেটলি ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কি বলেন।
EmoticonEmoticon