ফের গেরুয়া টক্কর কে জিতবে তৃণমূল না বিজেপি ??

- January 09, 2018
এ বার স্বামী বিবেকানন্দের জন্মজয়ন্তী নিয়ে তৃণমূল এর টান গেরুয়া ?? শাসক দল তৃণমূল ১২ জানুয়ারি,শুক্রবার দিনভর রাজ্য জুড়ে বিবেকানন্দের জন্মজয়ন্তী উদ্‌যাপন করবে বলে জানিয়ে,
তাহলে কি বিজেপিকে রুখতে এমন নতুন কদম শাসক দল এর বিজেপির গেরুয়া এখুন তৃণমূল এর চিন্তার কারণ,গেরুয়া শিবির বিবেকানন্দের জন্মজয়ন্তী পালন করে ঠিকই। 


কিন্তু এ বছর কেন্দ্র ও রাজ্যের দুই শাসক দলই এই কর্মসূচিকে সাম্প্রতিক প্রতিযোগিতার আবহে এনে ফেলেছে।সিমলায় বিবেকানন্দের বর্তমান মূর্তির উচ্চতা বাড়ানোর জন্য সংসদে দাবি জানিয়েছেন তৃণমূলের লোকসভার নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়। তাঁর কথায়, ‘‘মোদীর গুজরাতে সর্দার বল্লভভাই পটেলের সুউচ্চ মূর্তি রয়েছে। তা হলে কলকাতায় বিবেকানন্দের অনেক উঁচু মূর্তি কেন থাকবে না? অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (এবিভিপি) জেলায় জেলায় বিবেক-জয়ন্তী পালন করবে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সামনে বিবেকানন্দ ও ভারতমাতার প্রতিকৃতিতে মালা দিয়ে ‘দেশপূজন’ করবে তারা। আরএসএস করবে সব মহকুমায় রুটমার্চ। রাজ্য জু়ড়ে সে দিন গেরুয়া লহর।




EmoticonEmoticon

 

Start typing and press Enter to search