ভারতের বাংলাদেশ লাগোয়া কিছু অঞ্চলে অবৈধভাবে প্রচুর পরিমানে বাংলাদেশী ঢুকে পড়েছে এবং ভোটব্যাংকের লোভে কিছু মতলবী নেতারা তাদের ভোটার কার্ড,পান কার্ডের ব্যাবস্থাও করে দিচ্ছিল।এমত অবস্থায় বিজেপি সরকার অসমে বাংলাদেশীদের চিহ্নিতকরণের কাজ চালাচ্ছে সুপ্রিমকোর্টের তত্ত্বাবোধন।সরকারের এই কাজের সমালোচনা করে মমতা ব্যানার্জী এমন কথা বলেন যা থেকে রাজনৈতিক মহল থেকে সোশ্যাল মিডিয়া সর্বত্র তোলপাড় শুরু হয়ে যায়।আসলে মমতা ব্যানার্জী বলেন- বাঙালিদের অসম থেকে চক্রান্ত করে বের করার চেষ্টা করছে।এরপর থেকেই প্রতিবাদে ঝড় উঠে রাজনৈতিক মহল এবং সোশ্যাল মিডিয়ায়।অসমে মমতার বিরুদ্ধে মামলাও দায়ের করা হয়।মমতা ব্যানার্জীর কুশপুতুলও পোড়ানো হয়েছে নানা জায়গায়।
অনেক বলেন, বাঙালি আর বাংলাদেশী দুটোই কি এক মনে করেন মমতা ব্যানার্জী ! অসমের প্রাক্তন মুখ্যমন্ত্রী তরুণ গৈগর বলেন, মমতার মন্তব্যকে আমি মোটেও সমর্থন করতে পারছি না।এমনকি অসমে বাঙালি সংগঠন গুলি মমতার সমালোচনা করে বলে, 'অসমে বহু বছর ধরে অসমীয়া এবং বাঙালিরা শান্তিতে আছেন।মমতা ব্যানার্জী এখন সম্প্রদায় এর বিভেদ সৃষ্টি করার চেষ্টা করছেন।'
EmoticonEmoticon