সুপ্রিম কোর্ট: সেনাদের সঙ্গে অপরাধীর মত ব্যবহার করা যায় না, আর কি বলল সুপ্রিমকোর্ট দেখুন...

- March 06, 2018

সুপ্রভাত ডিজিটাল: এবার ভারতীয় সেনাদের লক্ষ করে পাথর ছুড়লে শাস্তি হবে। ২৭ জানুয়ারি পাথরছোঁড়া জনতাকে আটকাতে মেজর আদিত্য গুলি চালান এবং ২ বিক্ষোভকারীর মৃত্যু হয়। আসল প্রশ্ন হচ্ছে পাথরছোঁড়া জনতা সেনাদের উপর পাথর ছুড়লে কিছু করা যাবে না আর সেনা যদি কিছু করে তাহলে মেবুবা মুফতি সরকার তার বিরুদ্ধে এফআইআর দায় করে।



তাহলে কি সেনারা বসে বসে মার খাবে? এমনটাই জানালেন সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্ট বলে সাধারণ নাগরিকদের বাঁচাতে প্রাণ দেন শত শত সেনা কর্মী তাদের সময় আপনারা কোথায় থাকেন। এবং কাশ্মীরে সেনা বাহিনীর বিশেষ অধিকার আইন বলবৎ রয়েছে, এই আইন অনুযায়ী কেন্দ্রের অনুমতি ছাড়া কোনও সেনাকর্মীর বিরুদ্ধে আইনি বা অন্য কোনও ব্যবস্থা নেওয়া সম্ভব নয়।২৪ এপ্রিল এ ব্যাপারে চূড়ান্ত রায় দেওয়া হবে, তার আগে ওই এফআইআরের ভিত্তিতে মেজরের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া যাবে না।


EmoticonEmoticon

 

Start typing and press Enter to search