সুপ্রভাত ডিজিটাল: ভোটের ফল প্রকাশের পর থেকেই মুখ্যমন্ত্রী হিসাবে বিপ্লব দেব এর নাম চলছিল সব জায়গায় এবং আজ সেই নামে সরকারি সিলমোহর দিলেন বিজেপি নেতা ও কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়কড়ি। ২০১৬ সালের জানুয়ারি মাসে তিনি রাজ্য বিজেপির সভাপতির দায়িত্ব গ্রহণ করেন। তার পর দিন রাত খেটে এই ফল পাওয়া যায় তাই দলের মধ্যে অনেকেই স্বীকারও করে নিয়েছিলেন মুখ্যমন্ত্রী হিসাবে।
এবার বিপ্লব এর হাতে তৈরী হবে নতুন ত্রিপুরা। এই দিকে কংগ্রেস কে বুড়ো আঙ্গুল দেখিয়ে মাত্র ২ বিধায়ক নিয়েই মেঘালয় বিজেপি সরকার ন্যাশনাল পিপিলস পার্টি(১৯) ও ইউনাইটেড ডেমোক্রেটিক পার্টি(৬), পিপিলস ডেমোক্রেটিক ফ্রন্ট(৪), বিজেপি(২), হিল স্টেট ডেমোক্রেটিক পার্টি(১) ও ১ নির্দল বিধায়কের সমর্থন নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন কনরাড সাংমা।
24 ghanta Live News
24 ghanta Live News
EmoticonEmoticon