গ্যাস ও তেল নিয়ে চিন্তা শেষ। ভারতে ও ইরানের মহা চুক্তি দেখুন..

- February 17, 2018

তেল নিয়ে এবার হয়তো একটু চিন্তা কমবে। সারা বিশ্বে মধ্যে বর্তমান ভারতে আসা ও ভারতে এসে ব্যবসা করতে সব দেশই চায় আর তার আর এক প্রমান আজ পাওয়া গেলো এখন ভারতের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক মজবুত করে গড়তে চায় ইরান। 


৩ দিনের ভারত সফরে এসেছেন ইরানের প্রেসিডেন্ট হাসান রৌহানি। আজ সকালে রাষ্ট্রপতি ভবনে তাঁকে গার্ড অব অনার দেওয়া হয়। এবং ওনাকে স্বাগত জানান রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। হায়দরাবাদে মক্কা মসজিদে মুসলিমদের সভায় রৌহানি বলেন, তেল, প্রাকৃতিক গ্যাস এবং সম্পদ ভারতে রফতানি করতে রাজি ইরান। ভারতকে চাবাহার বন্দর ব্যবহার করার অনুমতি দিয়েছে ইরান।


EmoticonEmoticon

 

Start typing and press Enter to search