প্রিয়া প্রকাশের গানকে ধর্ম বিরোধী গান বলে আন্দোলন এই মুসলিম সংঘঠনের..

- February 17, 2018

ইন্টারনেটে ভাইরাল গার্ল প্রিয়া প্রকাশকে নিয়ে দেশজুড়ে আলোচনার শেষ নেই। তবে সব থেকে বেশি আলোচনা বা সমালোচনা হচ্ছে তার ভাইরাল গানের বিরুদ্ধে। অভিযোগ উঠেছে ধর্ম অবমাননার। প্রিয়া প্রকাশের বিখ্যাত ভাইরাল গানে নাকি ইসলাম ধর্মকে অবমাননা করা হয়েছে। 



এবার প্রিয়া প্রকাশের গানকে ধর্ম বিরোধী বলে এই গানের বিরোধীতা করছে মুম্বাইয়ের রেজা একাডেমী এবং রহমানী গরুপ এর সদস্যরা। এই অভিযোগেই হায়দ্রাবাদে সিনেমার পরিচালক উমুর লুলুর-এর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। তার সাথে ফতোয়া পর্যন্ত দেওয়া হয়েছে এই এই মুসলিম সংঘঠন গুলি থেকে,সেখানে বলা হয়েছে গান এর কথা না বদলালে পুরো গানটি নিসিদ্ধ করা হবে।

Anandabazar Patrika





EmoticonEmoticon

 

Start typing and press Enter to search