পিএনবি কেলেঙ্কারির আসল নায়ক কোন সরকার? জানতে দেখুন এই চাঞ্চলকর তথ্যটি..

- February 16, 2018






সুপ্রভাত ডিজিটাল:  
পিএনবি কেলেঙ্কারির নায়ক সত্যিকারের নায়ক কে? কার আমলে এই বড় চুরি? আজ সবের উত্তর পাবেন।এই প্রতারণার ঘটনায় সাধারণ মানুষ সরাসরি ক্ষতিগ্রস্ত হননি কিন্তু এই কাণ্ড সামনে আসার পরে দেশের ব্যাঙ্কগুলির বিরুদ্ধে সাধারণ মানুসের ক্ষোভ বেড়েই চলেছে।


পিএনবি জালিয়াতি কাণ্ডে নাম উঠে আসে হিরে ব্যবসায়ী নীরব মোদী। তিনি পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের ১১ হাজার ৩০০ কোটি টাকা জালিয়াতি করেন। কিন্তু সবথেকে বড় কথা হলো তিনি এই টাকা পান কবে ? ব্যাঙ্ক সূত্রের খবর থেকে জানা যায় তিনি এই টাকা পান ২০১৩ সালে। সেই সময় এর সরকার ছিল ইউপিয়ে অর্থাত কংগ্রেস সরকার।

সেই সময় এর সরকারকে এলাবাহাদ ব্যাঙ্ক এর এক কর্মী বারণ করেছিল ওনাকে যেন এই লোন না দেওয়া হয়,কিন্তু তার মুখ বন্ধ করার জন্য তাকেই বরখাস্ত করে দেয় সরকার। অনার মতে ওই সময় সরকার এই লোন নিয়ে সাহায্য করেছিল তাই আজ এত বড় কান্ড আমাদের দেখতে হলো।
Today Bengali News



EmoticonEmoticon

 

Start typing and press Enter to search