রাহুল গান্ধীর মন্দিরে যাওয়া নিয়ে মুখ খুললেন যোগিজি।দেখুন সেই ভাইরাল ভিডিও..

- December 26, 2017
যোগী আদিত্যনাথ উত্তরপ্রদেশের প্রধানমন্ত্রী হয়েছেন ঠিকই কিন্তু তাই বলে  তিনি গোরখপুরের মঠ যাওয়া বন্ধ করেননি।এখনও সুযোগ পেলেই চলে যান গোরক্ষপুর যেখানে তিনি মন্দিরে সময় কাটান।যোগিজির এর গোরক্ষপুর যাওয়া নিয়ে ajtak এর একটি ইন্টার্ভিউতে প্রশ্ন তোলা হলে যোগিজি এমন জবাব দেন যাতে দর্শকগনদের মধ্যে তালি শুরু হয়ে যায়।যোগিজির এই ইন্টারভিউ এ উনাকে নানা রকম পেঁচালো প্রশ্ন করা হচ্ছিলো কিন্তু যোগিজি খুবই পারদর্শিতার সাথে প্রশ্নের উত্তর দেন।যোগিজিকে এ বলা হয় উনি রহুল গান্ধী এখন বিজেপির দেখা দেখি খুব মন্দিরে যাচ্ছে ,এই বিষয়েও যোগিজি দারুণভাবে উত্তর দেন যার জন্য স্টুডিওতে উপস্থিত মানুষজন যোগিজিকে সর্মথন করার জন্য হাততালি দেয়।এমনকি তিনি রাহুল গান্ধীকেও  এক্সপোজ করেন।ভিডিওটি প্রকাশ হওয়ার সাথে সাথে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে পড়ে।দেখুন সেই ভিডিও-







EmoticonEmoticon

 

Start typing and press Enter to search