পাহাড়ে হিংসার জন্য দায়ী তৃণমূলের এই এজেন্ট, বিস্ফোরক মন্তব্য দিলীপ ঘোষের..

- February 17, 2018

পাহাড়ে হিংসার জন্য দায়ী তৃণমূলে,আজ বিনয় তামাংয়ের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ আনেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি বলেন পাহাড়ে অশান্তির সমস্ত বিমল গুরুং পাহাড়ে উপস্থিত ছিলেন না।


ছিল বিনয় তামাং, তাহলে বিমল গুরুংকে কেন দায়ী করা হচ্ছে? না সে তৃণমূলের নেতা বলে সব ছার। বিনয় তামাংয়ের এই রাজনীতি পাহাড়ের মানুষ ভালো চোখে দেখে না এর যোগ্য জবাব পাবেন তিনি পরে। পাহাড়ের উন্নয়নে কেন্দ্র যে ৩০০ কোটি টাকা দিয়েছে, তার কোনও হিসেব নেই। সব টাকা কি তার পকেটে যাচ্ছে তাহলে। মোর্চা ভবিষ্যতে পাহাড়ে বিজেপির সঙ্গে জোট করবে না, সেটাও কড়া ভাসায় জানিয়ে দিলেন দিলীপ ঘোষ।






EmoticonEmoticon

 

Start typing and press Enter to search