আন্তর্জাতিক ও ভারতের চাপে পরে বাধ্য হল পাকিস্তান। জামাত-উদ-দাওয়া প্রধান হাফিজ সইদকে জঙ্গি বলে ঘোষণা করল ইসালামাবাদ। সন্ত্রাসে মদতের অভিযোগে ১১৫ কোটির ডলারের আর্থিক অনুদানও আটকে দিয়েছিল আমেরিকা সরকার,হাফিজ সইদকে জঙ্গি ঘোসনার পর সেই টাকা পাকিস্তান পায়।
সে সময় আমেরিকা জানিয়েছিল, ইসলামাবাদ সন্ত্রাসে মদত বন্ধ করলেই ওই অনুদান আটকে দেওয়ার সিদ্ধান্ত বদলের কথা ভাবনা চিন্তা করা হবে। পাকিস্তানকে অনুদান প্রসঙ্গে এ দিন বাজেটে হোয়াইট হাউসের তরফে বলা হয়েছে, পাকিস্তানকে ২৫.৬ কোটি ডলারের বরাদ্দে ওই ভূখণ্ডে স্থিতিশীলতা বাড়াতে সাহায্য করবে এবং অর্থনৈতিক উন্নয়নও বৃদ্ধি পাবে। সেই সঙ্গে পাকিস্তানে মার্কিন ব্যবসার সুযোগও তৈরি হবে।
EmoticonEmoticon