মোদী সরকারের এক বড় সিধান্ত এবার ১৫ হাজার কোটি টাকার অস্ত্র পাবে ৩ সেনাবাহিনী। আরো জানতে ক্লিক করুন..

- February 13, 2018

এই প্রথম এমন বড় সিধান্ত নিল ভারত সরকার।প্রতিরক্ষা মন্ত্রক অস্ত্রশস্ত্র কিনতে ১৫ হাজার কোটি টাকারও বেশি খরচের সিদ্ধান্ত নিল, প্রতিরক্ষা মন্ত্রক সূত্রের বক্তব্য, আজকের সিদ্ধান্তের অর্থ, এই সব অস্ত্রের প্রয়োজন যে রয়েছে, তা মেনে নেওয়া।


কেনার আসল প্রক্রিয়া শুরু হতে ২ থেকে ৫ বছর সময় লেগে যাবে।৯৮২ কোটি টাকা খরচ করে সেনা ও বায়ুসেনাকে দেওয়া হবে ৫,৭১৯টি স্নাইপার রাইফেল জন্য।প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারামনের নেতৃত্বে কেনা হবে ৭ লক্ষ ৪০ হাজার অ্যাসল্ট রাইফেল, ১৭ হাজার লাইট মেশিনগান খরচ হবে প্রায় ১,৮১৯ কোটি টাকা। যুদ্ধ জাহাজগুলির ক্ষমতা বাড়াতে ৮৫০ কোটি টাকার পাচ্ছে নৌসেনা।


EmoticonEmoticon

 

Start typing and press Enter to search