2018 সালের সেরা 10 সেনাবাহিনীর তালিকা বের হলো, ভারত কত নম্বরে জানলে গর্বিত হবেন !!

- January 11, 2018
দেশের সুরক্ষার জন্য সেনাবাহিনী কত গুরুত্বপূর্ণ তা বলার অপেক্ষা রাখে না।বিশেষ করে পাকিস্তান,চীনের মতো শত্রু দিয়ে ঘেরা দেশে সেনাবাহিনী দেশের সব।মোদী সরকার আসার পর থেকে সেনাবাহিনীর শক্তির উপর বিশেষ জোরও দেওয়া হয়েছে।সম্পতি সামরিক শক্তির দিক দিয়ে কোন দেশ কতটা এগিয়ে তা নিয়ে ১০ টা সেরা দেশের সেনাবাহিনীর নাম প্রকাশিত হয়েছে।ভারত সেই তালিকায় এক ভালো স্থান পেয়েছে জেনে খুশি হবেন আপনারা। আপনাদের জানিয়ে দি, এক্ষেত্রে আমেরিকা সবথেকে এগিয়ে রয়েছে।
আমেরিকা দেশ সামরিক ক্ষেত্রে সবচেয়ে বেশি(প্রায় ৪০ লক্ষ কোটি টাকা) টাকা খরচ করে এবং আমেরিকার কাছে প্রায় ১৫ হাজার মতো যুদ্ধ বিমানও রয়েছে।এরপরেই দ্বিতীয় সবচেয়ে বেশি সামরিক শক্তি নিয়ে দাঁড়িয়ে রয়েছে রাশিয়া।১৪৫০০  ট্যাংক ও ৮৫০০ পারমাণবিক অস্ত্র নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে রাশিয়া।রাশিয়ার পর ৩য় স্থানে রয়েছে  চিন।যাদের রয়েছে ২২ লক্ষ সীমান্ত বাহিনী এবং ২৪ লক্ষ রিজার্ভ বাহিনী নিয়ে বিশ্বের সবচেয়ে বড়ো স্থল বাহিনী এবং 3য় শক্তিশালী সামরিক সেনা গঠন করেছে চিন।
ভারত রয়েছে চতুর্থ স্থানে।ভারতীয় সেনাবাহিনীতে প্রায় ৩৫০০ ট্যাংক এবং ১৭৮৫ টি যুদ্ধবিমান এবং ৩৫ লক্ষ সেনা রয়েছে।সবচেয়ে বড়ো ব্যাপার ভারতের কাছে আধুনিক মিসাইলের ভান্ডার রয়েছে।ভারতের পর যথাক্রমে ব্রিটেন,ফ্রান্স,জার্মানি,তুর্কি,দক্ষিণ কোরিয়া ও জাপান রয়েছে।হাস্যকর বিষয় ভারতের শত্রু পাকিস্তানের নাম এই সেরা ১০ এর মধ্যে নেই।
24 ghanta


EmoticonEmoticon

 

Start typing and press Enter to search