উত্তরপ্রদেশের গুন্ডারাজের চর্চা এখনো ভারত জুড়ে হয়ে থাকে।ডাকাতি,জমি অবৈধভাবে দখল,ধর্ষণ,খুন,নেশাজাতীয় দ্রবের চোরা চালান করা এবং এইসব ক্ষেত্রে কিছু স্থানীয় বা কখনো কোনো বড়ো নেতারাও যুক্ত থাকতেন।যার জন্য উত্তরপ্রদেশে যে সরকারি এসেছে তারা উত্তরপ্রদেশের আইনকানুনকে ঠিক করার কথা বলে এসেছেন।কিন্তু এই আইনকানুন ঠিক করার প্রতিশ্রুতি কে কতটা পূরণ করেছে তা একবার দেখে নেওয়া যাক।উত্তরপ্রদেশে প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদবও রাজ্যে আইনশৃঙ্খলা ঠিক করা এবং অপরাধকে পুরোপুরি শেষ করার প্রতিশ্রুতি দিয়ে এসেছিলেন।কিন্তু অখিলেশ যাদবের ৩ বছর মুখ্যমন্ত্রী থাকার পর দেখা যায় উত্তরপ্রদেশে ৬২২ জন পুলিশ কর্মীর উপর হামলা চালানো হয়েছিল যার মধ্যে ৬৯ এর বেশি পুলিশ কর্মী নিহত এবং প্রচুর পুলিশকর্মী আহত হয়েছিল তিন বছরে। এই পরিসংখ্যান প্রকাশ করে অখিলেশ এর আমলে পুলিশের অবস্থা কেমন ছিল।যারা জনগণের রক্ষা করবেন তাদেরই উপর হামলা হতো আখিলেশের আমলে। অন্য দিকে যোগী আদিত্যনাথের আমলের পরিসংখ্যান যদি দেখি- ১০ মাসে যোগী সরকার ৯২১ এর বেশি জন অপরাধীকে এনকাউন্টার এবং ২০০০ জনের বেশি অপরাধীকে জেলে পাঠিয়েছেন। অখিলেশ যাদব অবশ্য এত এনকাউন্টার কল্পনাও করতে পারবেন না।আপনারা জেনে অবাক হবেন যোগী সরকার অপরাধীদের জন্য এতটাই কঠোর যে ২০১৮ নতুন বছরে ১০ দিনে ১৩টি এনকাউন্টার এবং ১৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।যেখানে আখিলেশের আমলে অপরাধীদের হামলার খবর আসতো সেই জায়গায় যোগীযুগে অপরাধী দমনের খবর আসে। এর থেকে পরিষ্কার বোঝাই যাচ্ছে যোগী আমলে আইনশৃঙ্খলা আখিলেশের আমলের থেকে অনেকটাই এগিয়েছে।
EmoticonEmoticon