নতুন বছরের উপহার , ভারতের ISRO গড়ল আরো এক নতুন বিশ্ব রেকর্ড ,কিভাবে জানলে গর্বিত বোধ করবেন !!

- January 11, 2018
ইংরাজি নতুন বছর আসতেই পাওয়া গেল সুখবর। আরো একবার ইতিহাস গড়ল ভারত।হ্যাঁ ঠিকই শুনেছেন,একসাথে ৩১ টি কৃত্রিম উপগ্রহ সফলভাবে মহাকাশে পাঠালো ভারতের মহাকাশ গবেষণা কেন্দ্র ইসরো।এই ৩১ টি উপগ্রহ মহাকাশে পাঠানোর সাথে সাথে মোট ১০০টি কৃত্রিম উপগ্রহ পাঠানোর রেকর্ডও গড়ল ভারতবর্ষ। সকাল ৯.৩০ মিনিট সময়কালে ১০০ তম কৃত্রিম উপগ্রহ স্থাপন করা হয়।পোলার সাটেলাইট লঞ্চ ভেইকল(PSLV)  সি—৪০/কার্টোস্যাট২ সিরিজের এর মাধমে  কৃত্রিম উপগ্রহ গুলিকে মহাকাশে পাঠানো হলো। ২০১৭ সালে অগাস্ট মাসে এই রেকর্ড ব্যাবহার করে ব্যার্থতার সম্মুখীন হতে হয়েছিল ইসরোকে।কিন্তু থেমে থাকেননি কর্তৃপক্ষ।প্রস্তুতি আরো জোরদার করে শক্তিশালী PSLV  কে পাঠানো হলো মহাকাশে।মহাকাশের কক্ষপথে কৃত্রিম উপগ্রহ গুলিকে স্থাপন করবে এই রকেটটি।প্রধানমন্ত্রী নরেন্দ্রমোদী ভারতবাসীকে অভিনন্দন জানিয়ে বলেছেন ভারতের আজকের সাফল্য টেকনোলজির দুনিয়ায় অনেক সাহায্য করবে।তিনি আরো বলেছেন এই উপগ্রহের জন্য কৃষক এবং মৎসচাষীরা খুবই লাভবান হবেন। দেশের রাষ্ট্রপতি ও এব্যাপারে দেশের মানুষকে অভিনন্দন জানিয়েছেন।


EmoticonEmoticon

 

Start typing and press Enter to search