কালো টাকার ব্যবসা বন্ধ করতে বড়ো নোটবন্দির পদক্ষেপ নিয়েছিল কেন্দ্র সরকার।সেই সময় বাজার থেকে প্রচুর পরিমাণ টাকা উঠে যাওয়ায় রিজার্ভ ব্যাঙ্ক প্রচুর খুচরো টাকা বাজারে ছেড়েছিল।তার জন্য অবশ্য মোদীজির কথা মতো একটু অসুবিধা হয়েছিল ব্যাবসায়ী ও সাধারণ মানুষের।কিন্তু বর্তমানে আবার টাকা ফেরত এসেছে বাজারে।ফলে অনেক সংখক খুচরো নিয়ে সমস্যায় পড়তে হচ্ছে মানুষকে।তাই এবার দেশের প্রধান প্রধান মুম্বাই,নয়ডা,কলকাতা,হায়দ্রাবাদ চারটি টাকশালে বন্ধ করা হয়েছে খুচরো উৎপাদন।দেশের ইতিহাসে এর আগে কখনো একসাথে ১,২,৫ ও ১০ টাকার উৎপাদন বন্ধ থাকেনি।কিন্তু এবার নতুন ইতিহাস গড়ে একসাথে বন্ধ হলো খুচরো উৎপাদন। RBI একটা কথা পরিষ্কার করে দিয়েছে নতুন খুচরো কয়েন উৎপাদন বন্ধ থাকলেও পুরানো কইয়েন বৈধ থাকবে।এই মুহূর্তে খোলা বাজারে ৬৭৬ কোটি টাকার খুচরো কয়েন থাকায় খোলা বাজারে কয়েনের চাহিদা কমেছে।তাছাড়া দেশের ৪ টি ট্যাকশালে যথেষ্ট পরিমান কয়েন মজুত থাকায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
EmoticonEmoticon