দেশের কোনো কোন রাজ্যে ক্ষমতায় বিজেপি!!জানতে অবশ্যই ক্লিক করুন।

- December 18, 2017
ভারতীয় রাজনীতিতে বিজেপি যেভাবে দেশে প্রভাব বিস্তার করে চলেছে তা হয়তো আগে কোনো রাজনৈতিক দল করতে পারেনি।আর কেনই বা প্রভাব বিস্তার করবে না,যেখানেই বিজেপি সরকার গঠন হয়েছে সেখানেই হয়েছে উন্নয়ণ,কড়া করা হয়েছে আইন কানুন।এখন দেশের সবচেয়ে বড় দল বলতে বিজেপি আর কংগ্রেস।বর্তমানে হিমাচলপ্রদেশকেও কংগ্রেসের থেকে কেড়ে নিয়ে আরো ক্ষমতা বৃদ্ধি করলো বিজেপি।আসুন জেনেনি কার বিস্তার কতদূর:

বিজেপি থেকে মুখ্যমন্ত্রী রয়েছে যেসব রাজ্যে-

গুজরাট,রাজস্থান,উত্তরপ্রদেশ, অরুণাচল প্রদেশ, উত্তরাখণ্ড, হিমাচলপ্রদেশ, মনীপুর, অসম, ছত্তিশগড়, গোয়া, হরিয়ানা, ঝাড়খণ্ড, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, ছত্তিশগড়।

বিজেপির ক্ষমতায় থাকা রাজ্য-

উত্তরপ্রদেশ, অরুণাচল প্রদেশ, উত্তরাখণ্ড, নাগাল্যান্ড,জম্মু-কাশ্মীর,হিমাচলপ্রদেশ, মনীপুর, অসম (অগপ ও বরোল্যান্ডের সমর্থনে), ছত্তিশগড়, গোয়া, সিকিম,হরিয়ানা, ঝাড়খণ্ড, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র (শিবসেনার সঙ্গে), ছত্তিশগড়, গুজরাট, রাজস্থান,  বিহার(জেডিইউয়ের সঙ্গে),।

কংগ্রেসের ক্ষমতায় থাকা রাজ্য-

পাঞ্জাব,পদুচেরি,মেঘালয়,কর্ণাটক,মিজোরাম, 

এছাড়াও পশ্চিমবঙ্গে রয়েছে তৃণমূল কংগ্রেস,দিল্লিতে রয়েছে আমআদমি পার্টি,কেরল,ত্রিপুরাতে ক্ষমতায় রয়েছে বামফ্রন্ট,ওড়িশায় বিজু জনতা দল,তেলেঙ্গানায় টিআরএস,তামিলনাড়ুতে ডিএমকে।
24 ghanta live news


EmoticonEmoticon

 

Start typing and press Enter to search