এত প্রচার করেও কেন হারের মুখ দেখতে হলো কংগ্রেসকে!!না জেনে থাকলে অব্যশই জানুন..

- December 18, 2017
গতকাল সকাল থেকে শুরু হয়েছিল ভোট গণনা।গণনা শুরুর প্রথম দিকে মনে হচ্ছিল হিমাচল ও গুজরাটে কংগ্রেস কিছুটা হলেও কড়া টক্কর দেবে ভারতীয় জনতা পার্টিকে।কিন্তু কোথায়? বেলা বাড়ার সাথে সাথে নিভে গেল কংগ্রেসের আলো।তাহলে কংগ্রেস যেভাবে গুজরাটে প্রচার করলো তার ফল কোথায়?আসুন জেনেনি গুজরাট কংগ্রেসের হারার কিছু কারণ-
রাহুল গান্ধী গুজরাটে গ্রামাঞ্চল গুলিতে মানুষদের GST এবং নোটবন্দি নিয়ে ভুলভাল বুজিয়ে কিছু ভোট টানার চেষ্টা করেছিল ঠিকই কিন্তু এটা বুঝতে পারেনি ২২ বছর ধরে থাকা একটা দল আগে থাকতেই মানুষের মনের মধ্যে বিশ্বাসের জায়গা করে নিয়েছ।
আরেকটা সবচেয়ে বড় কারণ হলো, একটা মধ্যবিত্ত পরিবারের ছেলে প্রধানমন্ত্রী হয়েছে বলে উনাকে নীচে বলে আঘাত করা,যেটা কংগ্রেসএর শীর্ষনেতারা প্রধানমন্ত্রী নরেন্দ্রমোদীকে বলেছিলেন।আর এক প্রধানমন্ত্রীকে কে নিচ বলার ফল হাতে নাতে পেলো কংগ্রেস।তাছাড়া রাহুল গান্ধীর হটাৎ করে মসজিদে যাওয়া বন্ধ করে মন্দিরে তিলক লাগানোর ব্যাপারটাও বুঝতে পেরেছিল জনগণ,যার জন্য হারতেই হলো কংগ্রেসকে।


EmoticonEmoticon

 

Start typing and press Enter to search