অমিত শাহের এটা এক বিশেষ নীতি যেজন্য বিজেপি জিতছে সব জায়গা

- December 18, 2017
গুজরাট হাতে ছিলই এবং এবারেও থাকল। বরং কংগ্রেসের হাত থেকে হিমাচলপ্রদেশ ছিনিয়ে নিল মোদী সরকার, বিজেপি গুজরাট এর সাথে সাথে এখুন হিমাচল প্রদেশ ও জিতেছে ,যা আগে কংগ্রেস এর ছিল,অমিত শাহ  বিজেপি সভাপতি এনাকে রাজনীতির  চানক্য বলে থাকে রাজনৈতিক মহল আজ আবারও তিনি প্রমান করে দিলেন তিনি বর্তমান রাজনীতির চানক্য।তার নীতিতে এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিকাসকে বর্তমান কোনো শক্তি এখুন আটকাতে পারবে না বলছে সমীক্ষা।অমিত শাহ  এর নীতি ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কর্ম ক্ষমতায় বিজেপিকে সারা দেশে জয় দিচ্ছে।এনিয়ে দেশের ১৯টি রাজ্যে ক্ষমতায় বিজেপি। বলতে গেলে, গোটা দেশের আশি শতাংশ রাজ্যের নিয়ন্ত্রণই বিজেপি বা তাদের সহযোগীদের হাতে। ২৪ বছর আগে একক রাজনৈতিক দল হিসাবে কংগ্রেসের হাতে ছিল ১৮ রাজ্যের রাশ। সেই রেকর্ড এবার ভাঙল মোদী-শাহ জুটি। ২০১৪ সালে ঝড় তুলে দিল্লির মসনদে বসেছিলেন তিনি। তারপর থেকে ১৩টি রাজ্যে ক্ষমতায় এল বিজেপি।আর বর্তমানে ১৯ রাজ্য  ক্ষমতায়  বিজেপি সরকার, বিজেপি এই উপলব্ধি অমিত শাহ এর   নীতি এবং প্রধানমন্ত্রী মোদীর সবকা সাথ সবকা বিকাস। 


EmoticonEmoticon

 

Start typing and press Enter to search