কংগ্রেসের এই বক্তব্য রেখেছেন বরিষ্ট নেতা শশী থারুর।শুধু এই নয় এই বিষয়ে কংগ্রেসের আরেক হিন্দু বিরোধী বরিষ্ট নেতা দিগ্বিজয় সিং থেকে প্রশ্ন করা হলে তিনি এমন কথা বলেন যার উপর নতুন বিবাদ সৃষ্টি হয়। আসলে দিগ্বিজয় সিং বলেন পাকিস্থানের রাষ্ট্রপতি জিয়া হুল হক যেমন জামাত এ ইসলাম, তালিবানি ইসলামীকে সমর্থন করেছিলেন সেইভাবে হিন্দুউগ্রবাদ ও ভারতের জন্য ক্ষতিকারক। দিগ্বিজয় সিং কট্টরপন্থী জিহাদি জিয়া উল হককে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে তুলনা করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এইভাবে অপমান করা মানে দেশের একটা বড়ো পদকে অপমান করা তা ভুলেই এইরকম অপ্রীতিকর মন্তব্য করেন দিগ্বিজয় সিং।
প্রসঙ্গত অপনাদের জানিয়ে রাখি এই দিগ্বিজয় সিং মুম্বাই হামলার জন্য হিন্দুদের দায়ী করছিলেন। হিন্দুদের ভাগ্য ভালো ছিল যে এক পুলিশ অফিসার তার প্রাণ দিয়ে মুম্বাই হামলার এক জঙ্গিকে(বাকি জঙ্গিদের মেরে ফেলা হয়েছিল)জীবিত ধরতে পেরেছিলেন।নাহলে আজও কংগ্রেস মুম্বাই হামলার জন্য হিন্দুদের উপরেই দোষারোপ করতো।
Anandabazar
EmoticonEmoticon