মানিকে বদলে গেরুয়া ঝড়, এবার ত্রিপুরায় মুখ্যমন্ত্রী ইনি..

- March 03, 2018

সুপ্রভাত ডিজিটাল: ত্রিপুরায় এবার ইতিহাস গড়ল বিজেপি। লাল দুর্গ ধস নাবিয়ে জয় বিজেপির। ভোট গণনায় যা ফলাফল এসেছে, তাতে স্পষ্ট যে ৪০-র বেশি আসন নিয়ে ত্রিপুরায় গড়তে চলেছে মোদী সরকার। 


বিজেপির নেতারা এই জয়ের কৃতিত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও দলের সভাপতি অমিত শাহকে। পঁচিশ বছর রাজত্ব এবার ইতিহাস। সেই রাজত্ব দখল করে নিল বিজেপি ও সহযোগী আইপিএফটি। এবার প্রশ্ন ত্রিপুরার মুখ্যমন্ত্রী কে হবে ? কিছু সূত্র থেকে জানা যায় ত্রিপুরার মুখ্যমন্ত্রী ত্রিপুরার রাজ্য সভাপতি বিপ্লব দেব হতে পারে।

ওনার নাম এখনও আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেনি বিজেপি বলা হয়েছে আজ সন্ধেয় তা এক বৈঠকে ঠিক হবে, বৈঠকে উপস্তিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, অমিত শাহ, স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহ, বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ, অর্থমন্ত্রী অরুণ জেটলি, পরিবহণ মন্ত্রী নীতীন গড়কড়ি সহ দলের অন্যান্য শীর্ষ নেতারা।তিনি আরএসএসের সাথেও যুক্ত এবং তিনি ত্রিপুরায় আরএসএসের প্রচারও করেছিলেন। এবং আরো বাকি দুজন হেমন্ত বিশ্বশর্মা, সুনীল দেওধর।




EmoticonEmoticon

 

Start typing and press Enter to search