মমতাকে খুশি করতে পারলাম না, দিলীপ ঘোষ এর নতুন ধামাকা দেখেনিন..

- March 03, 2018

সুপ্রভাত ডিজিটাল:   লাল দুর্গ এবার গেল। ত্রিপুরার জিত এবার বাংলায় জোস আনছে। কলকাতায় উত্সব শুরু হল বিজেপি কা‌র্যালয়ে। আজ গেরুয়া রং কলকাতা তেও দেখা যাচ্ছে। এক সঙ্গে আবির মাখলেন দিলীপ ঘোষ ও মুকুল রায়।


সামনে পঞ্চায়েত ভোটের আগে ভালো খবর এল বিজেপির জন্য।বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ এবার মাননীয়কে মন্তব্য করে এক দারুন কথা বলেন, তিনি বলেন সিপিএমকে জেতাতে চেয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ওনাকে আমরা খুশি করতে পারলাম না।

তিনি আরো বলেন গুজরাট থেকে ত্রিপুরা পর্যন্ত পরিবর্তন হয়েছে এবার পালা বাংলার, সাম্প্রতিক রাজনীতি বন্ধ করেপঞ্চায়েত থেকেই বাংলায় পরিবর্তন শুরু করবে বিজেপি। ত্রিপুরায় ২৫ বছরের বাম শাসনের অবসান হল। এবার বাংলায় তৃণমূল সরকারের পতন হবে।






EmoticonEmoticon

 

Start typing and press Enter to search