সুপ্রভাত ডিজিটাল: দিল্লির মুখ্যমন্ত্রী ও আম আদমি পার্টির সভাপতি অরবিন্দ কেজরিওয়াল এবার ক্ষমা চাইলেন পূর্ব বিজেপি মন্ত্রীর থেকে। আসল ঘটনাটি হল পাঞ্জাবের নির্বাচনে প্রচারের সময়।
যখন পাঞ্জাবে নির্বাচন প্রচার করছিলেন অরবিন্দ কেজরিওয়াল ঠিক সেই সময় হটাত তিনি সেই সময়ের মন্ত্রী বিক্রম সিং মজিদীয়কে ড্রাগ ব্যবসায়ের অভিযোগ করেন এবং তিনি বলেন বিক্রম সিং সাধারণ মানুষকে ড্রাগ এর নেসা করাচ্ছেন। ২০১৬ সালের ২০ মে অমৃতসরের আদালতে কেজরীবালের বিরুদ্ধে মানহানির মামলা করেন মাজিতিয়া। সেই মামলাতেই ক্ষমা চাইলেন দিল্লির মুখ্যমন্ত্রী।এই অভিযোগের পর বিক্রম সিং মজিদীয় মানহানির মামলা করেন অরবিন্দ কেজরিওয়াল এর উপর। এই ঘটনা নিয়ে তিনি বলেন আমি আগে যা বলেছি তা ভিত্তিহীন আমি এই বিষয় নিয়ে বিক্রম সিং মজিদীয় এর কাছ থেকে ক্ষমা চাই। আমি এইভাবে আমার সব বিবৃতি এবং আপনার বিরুদ্ধে তৈরি অভিযোগ এবং এটি জন্য ক্ষমা চাই। একজন মুখ্যমন্ত্রী আদালতে চিঠি দিয়ে আমার বিরুদ্ধে করা মন্তব্য প্রত্যাহার করে নিয়েছেন এবং ক্ষমা চেয়েছেন। এটা ঐতিহাসিক মুহূর্ত। শেষপর্যন্ত সত্যের জয় হয়েছে।
EmoticonEmoticon