আগ্রা: তাজমহলকে এক বিশেষ সম্প্রদায়ের ধর্মীয় স্থান হিসেবে ব্যবহার করা হচ্ছে এই নিয়ে বলে অভিযোগ তুলেছেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের অখিল ভারতীয় ইতিহাস সংকলন সমিতির সচিব ড. বালমুকুন্দ পাণ্ডে ।শুক্রবার ইন্ডিয়া টুডেকে দেওয়া সাক্ষাত্কারে বলেছেন, 'তাজ হল একটি জাতীয় ঐতিহ্য। কেন সেটিকে মুসলিমদের ধর্মীয় ক্ষেত্র হিসেবে ব্যবহারের অনুমতি দেওয়া হবে? আগ্রার তাজমহলে নমাজ পাঠের অনুমোদন প্রত্যাহার করে নেওয়া উচিত।' বিতর্ক আরও উসকে দিতে তিনি বলেছেন, তাজমহলে নমাজ পড়া হলে, শিবের পুজোও করতে দিতে হবে।পাণ্ডের দাবি, 'এমন অনেক প্রমাণ রয়েছে যে তাজমহল একটা শিবমন্দির ছিল। আর এটি তৈরি করেছিলেন এক হিন্দু রাজা। তাজ মোটেই ভালোবাসার প্রতীক নয়। সম্রাট শাহজাহান তাঁর স্ত্রী মুমতাজ মহলের মৃত্যুর চার মাসের মধ্যেই ফের বিয়ে করেছিলেন। আমরা সমস্ত তথ্য-প্রমাণ জোগার করছি। খুব শিগগিরই সব জড়ো করতে পারব।'
কয়েকদিন আগেই হিন্দু যুব বাহিনীর সমর্থকরা তাজের ভেতরে দাঁড়িয়ে শিব চালিসা পড়তে গেলে তাঁদের বাধা দিয়ে বের করে দেন নিরাপত্তারক্ষীরা। হিন্দু বাহিনীর সমর্থকদের দাবি ছিল, তাজ সমাধিক্ষেত্রে পরিণত হওয়ার আগে শিব মন্দিরই ছিল।হিন্দু যুব বাহিনীর বক্তব্য হয় ওখানে নামাজ পড়া বন্ধ হোক নতুবা শিবের প্রার্থনা করতে দেওয়ার অনুমুতি দেওয়া হোক।
কয়েকদিন আগেই হিন্দু যুব বাহিনীর সমর্থকরা তাজের ভেতরে দাঁড়িয়ে শিব চালিসা পড়তে গেলে তাঁদের বাধা দিয়ে বের করে দেন নিরাপত্তারক্ষীরা। হিন্দু বাহিনীর সমর্থকদের দাবি ছিল, তাজ সমাধিক্ষেত্রে পরিণত হওয়ার আগে শিব মন্দিরই ছিল।হিন্দু যুব বাহিনীর বক্তব্য হয় ওখানে নামাজ পড়া বন্ধ হোক নতুবা শিবের প্রার্থনা করতে দেওয়ার অনুমুতি দেওয়া হোক।
EmoticonEmoticon