আপনি কি এখনো আপনার মোবাইল নম্বরের সাথে আধার লিঙ্ক করেন নি? কিংবা কোনো কাজের মধ্যে পড়ে আধার লিঙ্ক করার সময় পাননি? তাহলে র চিন্তা নেই। আপনাকে ফোনের নম্বরের সাথে আধার লিঙ্ক করার জন্য আর ছোটাছুটি করতে হবে না।
এখন থেকে আপনি বাড়িতে বসেই আধার লিঙ্ক যোগ করতে পারবেন আপনার নম্বরের সাথে। এমনই ঘোষণা করেছেন টুইটারে ইউ.আই.ডি.এ.আই.(ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি)।এতদিন মোবাইল নম্বরের সাথে আধার লিঙ্ক করানোর জন্য অনেক ঝামেলা পোয়াতে হতো। প্রথমে রিটেলারের কাছে যাও, ফিঙ্গারপ্রিন্ট দাও, আধার নম্বর বলো ইত্যাদি। মূলত, বয়স্ক ক্ষেত্রে একটা সমস্যা দেখা যেত। তাদের ফিঙ্গারপ্রিন্ট ম্যাচ হতে চাইতো না।কিন্তু এখন থেকে মোবাইলে ওটিপি-এর (ওয়ান টাইম পাসওয়ার্ডের) সাহায্যে আধার লিঙ্ক করা যাবে, এমনটিই জানিয়েছে ইউ.আই. ডি. এ. আই। কয়েকটি পদ্ধতির সাহায্যে আপনি নিজেরই করতে পারবেন আধার লিঙ্ক। জানতে চান পদ্ধতিগুলো??
১. ইউ.আই.ডি.এ.আই ভয়েস কল বা এসএমএসের সাহায্যে আপনার ফোনে একটি ওটিপি পাঠাবে।
২. এসএমএস-এর সাহায্যে ওটিপি পেতে হলে আপনাকে আগে সার্ভিস প্রোভাইডারকে আধার নম্বর এসএমএস করে পাঠাতে হবে।
৩. এরপর ইউআইডিএআই ওটিপি আপনার ফোনে পাঠাবে।
৪. তারপর আপনাকে ওটিপিএর সঙ্গে আধার নম্বর ম্যাচ করতে হবে। একেই বলা হয় ই-কেওয়াইসি ভেরিফিকেশন।এর পরেই আপনার নম্বরের সাথে আধার লিঙ্ক যুক্ত হয়ে যাবে।
এখন থেকে আপনি বাড়িতে বসেই আধার লিঙ্ক যোগ করতে পারবেন আপনার নম্বরের সাথে। এমনই ঘোষণা করেছেন টুইটারে ইউ.আই.ডি.এ.আই.(ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি)।এতদিন মোবাইল নম্বরের সাথে আধার লিঙ্ক করানোর জন্য অনেক ঝামেলা পোয়াতে হতো। প্রথমে রিটেলারের কাছে যাও, ফিঙ্গারপ্রিন্ট দাও, আধার নম্বর বলো ইত্যাদি। মূলত, বয়স্ক ক্ষেত্রে একটা সমস্যা দেখা যেত। তাদের ফিঙ্গারপ্রিন্ট ম্যাচ হতে চাইতো না।কিন্তু এখন থেকে মোবাইলে ওটিপি-এর (ওয়ান টাইম পাসওয়ার্ডের) সাহায্যে আধার লিঙ্ক করা যাবে, এমনটিই জানিয়েছে ইউ.আই. ডি. এ. আই। কয়েকটি পদ্ধতির সাহায্যে আপনি নিজেরই করতে পারবেন আধার লিঙ্ক। জানতে চান পদ্ধতিগুলো??
১. ইউ.আই.ডি.এ.আই ভয়েস কল বা এসএমএসের সাহায্যে আপনার ফোনে একটি ওটিপি পাঠাবে।
২. এসএমএস-এর সাহায্যে ওটিপি পেতে হলে আপনাকে আগে সার্ভিস প্রোভাইডারকে আধার নম্বর এসএমএস করে পাঠাতে হবে।
৩. এরপর ইউআইডিএআই ওটিপি আপনার ফোনে পাঠাবে।
৪. তারপর আপনাকে ওটিপিএর সঙ্গে আধার নম্বর ম্যাচ করতে হবে। একেই বলা হয় ই-কেওয়াইসি ভেরিফিকেশন।এর পরেই আপনার নম্বরের সাথে আধার লিঙ্ক যুক্ত হয়ে যাবে।
EmoticonEmoticon