বেটি বাঁচাও বেটি পড়াও না, বেটি তাড়াও প্রকল্প। এই প্রকল্পকে অসন্মান করে এমন মন্তব্য এই মুখ্যমন্ত্রীর..

- February 19, 2018

বেটি বাঁচাও, বেটি পড়াও প্রকল্প নিয়ে ফের কেন্দ্রকে তোপ মুখ্যমন্ত্রী মমতা বানার্জী। তিনি বলেন কেন্দ্র যে আসলে কাজই করতে জানে না তা স্পষ্ট। মুখ্যমন্ত্রীর কথায়, ‘কেউ কেউ বলছেন ওটা বেটি বাঁচাও, বেটি পঢ়াও প্রকল্প, কিন্তু আমি বলছি আপনাদের ওটা আসলে বেটি বাঁচাও, বেটি তাড়াও প্রকল্প। 


এই জবাবে বিজেপি পক্ষ থেকে বলা হয়েছে যে আপনি কি বেটি বাঁচাও বেটি পড়াও প্রকল্পকে বাংলায় চালাতে দিতে চান? আপনি শুধু রাজনীতি করে যান আপনাকে এত ভালো প্রকল্প চালু করতে হবে না।দেশের সব রাজ্য এই প্রকল্প এর সুবিধা পায় কিন্তু বর্তমান সরকারের জন্য এই সুবিধা বাংলার মানুস পাচ্ছে না।


EmoticonEmoticon

 

Start typing and press Enter to search