২০২২ সাল ভারত সাধীনতার ৭৫ বছর পূরণ হবে। ২০২২ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্বপ্ন নিউ ইন্ডিয়া এক চিন্তা ধারা যা ভারতকে প্রগতির সাথে বিশ্বের দরবারে এক গুরুতপূর্ণ জায়গায় নিয়ে যাবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্বপ্নের প্রকল্প বুলেট ট্রেন।
১,১০,০০০ কেটি টাকার এই প্রকল্প ভারতকে এক নতুন পথে নিয়ে যাবে এক নতুন স্বপ্ন সারা ভারতবাসীর পূর্ণ হবে। সম্প্রতি তিনি ওমান সফরে গিয়ে ভারতীদের এক অনুষ্ঠানে মোদী জানিয়েছেন ২০২২ সালেই চালু হয়ে যাবে বুলেট ট্রেন। শোনা যাচ্ছে প্রায় বিমানের মতো ভাড়া হবে বুলেট ট্রেনের। কিন্তু ভারত সরকার চায় বুলেট ট্রেন ভারতের সব সাধারণ মানুস যাতে চাপতে পারে আর এই ব্যবস্তা খুব তারাতরি নিতে চলেছে মোদী সরকার।
EmoticonEmoticon