পশ্চিমবঙ্গের বুকে উত্তরদিনাজপুর জেলায় এক প্রাথমিক স্কুলে সরস্বতী পুজো উপলক্ষে থাকছে না কোনো ছুটি।প্রতি বছর সরস্বতী পুজোয় ছুটি থাকে এই স্কুলে কিন্তু এই বছর হটাৎ করে ছুটি থাকছে না স্কুলে।এই নিয়ে শুরু হয়েছে সমালোচনা ও বিতর্ক।স্কুল শিক্ষকরা জানিয়েছেন প্রতি বছর সরস্বতী পুজোয় ছুটি থাকে স্কুল ,সরস্বতী পুজো হয় বলে।কিন্তু এই বছর প্রাথমিক শিক্ষা সংসদের প্রকাশিত তালিকায় ছুটি থাকছে না সরস্বতী পুজোয়।সবথেকে আশ্চযের বিষয় তালিকায় সংসদের চেয়ারম্যান জাহিদ আলম আরজ়ু ও স্কুল পরিদর্শক আমিনুল এহসানের সই রয়েছে।কিভাবে উনারা বিষয়টি এড়িয়ে গেলেন,এই নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে।
বিজেপি জেলা সভাপতি নির্মল দাম ক্ষোপ প্রকাশ করে বলেন, পশ্চিমবঙ্গে নবী দিবসে ছুটি থাকে ,কিন্তু সরস্বতী পুজোয় কেন থাকে না? ইছাকৃত ভাবে এইসব করা হচ্ছে,আমাদের ধর্মীয় আবেগে আঘাত করা হচ্ছে। এটা তোষণের রাজনীতি।এই বিষয়ে জানার জন্য সংসদের চেয়ারম্যান জাহিদ আলম আরজ়ুকে ফোন করা হলেও ,তিনি ফোন তোলেননি। অবশ্য এলাকার তৃণমূল প্রভাবিত প্রাথমিক শিক্ষক সংগঠনের সভাপতি স্বরাজ সাহা জানান আমরা বিষয়টি দেখছি, ওই দিন নিশ্চয়ই ছুটি থাকবে।যে নির্দেশিকা দেওয়া হয়েছে তা পরিবর্তন করে নতুন নির্দেশিকা দেওয়া হবে।
Subscribe to:
Post Comments (Atom)
EmoticonEmoticon