নাগরিকদের সুরক্ষা বাড়াতে সরকার আনছেন ভার্চুয়াল আধার আইডি।ব্যবহার করতে শিখে নিন...

- January 11, 2018
আধারে তথ্য গোপন রাখতে নয়া পদক্ষেপের ঘোষণা করেছে ইউআইডিএআই। আর এই পদক্ষেপের ফলে সামনে এসেছে 'ভার্চুয়াল আইডি' তৈরির ঘোষণা।আধার আরো গোপন করতেই এমন কদম ভারত সরকারের, সাধারণ মানুস ভার্চুয়াল আইডি তৈরী করতে গেলে তাকে প্রথমে ইউআইডিএআই ওয়েবসাইট খুলে আধার কার্ড গ্রাহক ভার্চুয়াল আইডি করতে হবে।এই সুবিধা পাবার ফলে আর ১২ ডিজিটের আধার নম্বর লাগবে না।



 আধারের তথ্য লিক হওয়া নিয়ে তৈরি হওয়া বিতর্ক থামাতে এই ঘোষণা করা হয়েছে সরকারের তরফ থেকে।সহজে তৈরি করা সম্ভব ব্যবহারকারীই এই ভার্চুয়াল আইডি তৈরি করতে ও সরিয়ে নিতে পারবেন ইউআইডিএআই ওয়েবসাইট, এমআধার মোবাইল অ্যাপ ও আধার এনরোলমেন্ট সেন্টার থেকে।ভার্চুয়াল আইডিকে স্বীকৃতি প্রতিটি ই-কেওয়াইসি পরিষেবাকে এটা নিশ্চিত করতে হবে যে আধার নম্বর হোল্ডাররা যাতে ভার্চুয়াল আইডি ব্যবহার করতে পারে। ১ জুন ২০১৮ সাল থেকে ভার্চুয়াল আইডি গ্রহণ করা বিভিন্ন স্বীকৃত এজেন্সিগুলির কাছে বাধ্যতামূলক করে দেওয়া হচ্ছে।আলাদা সময়ে একাধিক আইডি করা যাবে ব্যবহারকারী যখন যেমন প্রয়োজন ভার্চুয়াল আইডি তৈরি করতে পারবেন। সেই সংখ্যায় কোনও বাধা নেই। অনেকটা মোবাইল ওটিপি বা পাসওয়ার্ড তৈরির মতো। চাইলে তা সরিয়েও ফেলা যাবে। পরের বার আইডি তৈরি করলে আগের আইডি অটোমেটিক বাতিল হয়ে যাবে।সরাতে গেলে আধার নম্বর প্রয়োজন ভার্চুয়াল আইডি অস্থায়ী হওয়ায় এজেন্সি ডুপ্লিকেট বা ভুতুড়ে সুবিধাভোগীদের ডেটাবেস থেকে সরিয়ে ফেলতে আধার নম্বরের প্রয়োজন হবে। ভার্চুয়াল আইডি দিয়ে কাজ হবে না।এই ব্যবস্থার মাধ্যমে আধার আরো সুরক্ষা যুক্ত হবে যা সাধরণ মানুসের জন্য সুসংবাদ।




EmoticonEmoticon

 

Start typing and press Enter to search