মোদি সরকার 176 জন অধিকারিককে বার করে দিলো কারণ জানলে আপনিও চমকে যাবেন !

- December 20, 2017
কেন্দ্রে নরেন্দ্রমোদী সরকার আরো একবার বড় পদক্ষেপ নিতে চলেছে।সরকার জানিয়েছে কেন্দ্রে যেসব বড় বড় পদে সরকারি আধিকারিকরা আছেন তারা যদি তাদের কাজে অবহেলা করেন তাহলে তাদের কোনো মাফ করা হবে না।কর্মীকে মন্ত্রণালয় জানিয়েছেন,প্রথম ধাপে ১১৮২৮ জন কর্মকর্তার রেকর্ড পর্যবেক্ষণ করা হয়েছে।যাদের মধ্যে আইএএস,আইপিএস এবং ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস সহ সমস্ত অলইন্ডিয়া সার্ভিস এর ২৯৫৩ জন আধিকারিক আছেন।এছাড়ও দ্বিতীয় ধাপে ১৯৭১৪ জন কর্মকর্তাদের পরিষেবার রেকর্ড পর্যালোচনা করা হবে।প্রধানমন্ত্রী আগেই জানিয়েছিলেন যারা দেশের সেবার কাজে ফাঁকি দেবেন তাদেরকে অবসর দিয়ে দেওয়া হবে।কেন্দ্র সরকারের সাথে সাথে যোগী আদিত্যনাথও ঘোষণা করেছিলেন যেসব কর্মকর্তারা কাজ করবেন না বা কাজে ফাঁকি দেবেন তাদের প্রত্যেককেই বাধ্যতামূলক অবসর দেওয়া হবে।কেন্দ্রের তরফ থেকে জানানো হয়েছে ,সরকার কাজে ফাঁকি দেওয়ার অপরাধে ১৭৬ জন কর্মকর্তাকে অবসর দিয়েছেন।এর আগেও মোদী সরকার অনেক মন্ত্রীকে বদল করেছেন।নরেন্দ্র মোদী স্পষ্ট জানিয়েছেন যে,তার উদেশ্য ভারতকে শ্রেষ্ঠ করা এবং এই পথে যারাই বিঘ্ন ঘটাবে তাদের শাস্তি পেতেই হবে।সবচেয়ে উল্লেখযোগ ব্যাপার হলো মোদী সরকারের মতো এত কড়া পদক্ষেপ আগে কোনো সরকার নিতে পারেননি শুধু মাত্র ভোট ব্যাংকের দিকে নজর দিয়ে।


EmoticonEmoticon

 

Start typing and press Enter to search