রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ সম্পর্কে অনেকের ধারণা অনেকরকমের।আসোলে আমাদের দেশের মানুষ সংঘের সম্পর্কে বিশেষ কিছু ধারণা রাখে না যার কারণে তাঁরা অন্যের বলা সংঘ বিরোধী কথা বিশ্বাস করে নেই।রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘের এক প্রবীণ নেতা আক্ষেপ করছিলেন যে অনেকে সংঘকে দাঙ্গাবাজ,মুসলিম বিরোধী বলে জানে।যা সংঘের জন্য খুবই দুখঃজনক বাপার।মানুষের এই ধারণা বদলাতে সফরে নামবে আরএসএস।তাঁরা দেশের বিভিন্ন রাজ্যের মসজিদ,দরগা গুলিতে উপস্থিত হবেন।প্রথম পর্যায়ে সংঘ পশ্চিমবঙ্গ,গুজরাট ও মধ্যপ্রদেশে ভ্রমণ করবে।সংঘ এর অনেক কর্তার মতে কংগ্রেস সহ বিরোধী দলরা আরএসএস নিয়ে মানুষকে ভুল তথ্য প্রচার করেছেন।সংঘ ডিসেম্বরের প্রথমদিকেই কলকাতা থেকে এই যাত্রার শুরু করবে বলে জানা গিয়েছে।
রাম মন্দির তৈরী নিয়ে বিতর্ক বহুদিনের।রাম জনমিভূমির জন্য নব্বই দশক থেকে আন্দোলন করছে বিশ্ব হিন্দু পরিষদ।কিন্তূ আর আন্দোলন নয় এবার ২০১৮ এর মধ্যে রাম মন্দির তৈরী হবে এবং তার পরিকল্পনা তুঙ্গে বলে জানালো বিশ্ব হিন্দু পরিষদের সুরেন্দ্র জৈন।২০১৮ সালের মধ্যে রাম মন্দির নির্মাণের জন্য এই মাসেই শীর্ষ নেতৃত্বের সাথে আলোচনা হবে সংগঠনের।অযোধ্যায় রাম মন্দির নির্মাণের জন্য ভুবেনশরে হবে বিশ্ব হিন্দু পরিষদের সাংগঠনিক সভা।২৭ শে নভেম্বর থেকে শুরু হওয়া ওই সভায় যোগ দেবেন রাজ্যের সমস্ত প্রতিনিধিরা।এছাড়াও যোগ দেবেন বিভিন্ন দেশের প্রতিনিধিরা।সুরেন্দ্র জৈন বলেন, আর আমরা রাম মন্দির তৈরিতে দেরি করতে চাই না।২০১৮ সালের মধ্যে রাম মন্দির সব রকম ভাবে যাতে সম্পুর্ন করা যায় তার পরিকল্পনা নেওয়া হবে।সভায় জোর করে ধর্মান্তরিত করা,গোরক্ষা ,সন্ত্রাসবাদ নিয়েও আলোচনা হবে।
আপনাদের জানিয়ে রাখি, অযোধ্যার বিতর্কিত ভূমিতে রাম মন্দির নির্মাণ নিয়ে মামলা চলছে কিন্তু কোর্ট এবার আলোচনা করে মিটিয়ে নেওয়ার পরামর্শ দিয়েছেন।তাই এবার সভা সমাবেশ করে কেন্দ্রীয় নেতৃত্বের সাথে কথা বলে ২০১৮ এর মধ্যে রাম মন্দির নির্মাণ মিটিয়ে নেওয়ার পরিকল্পনা চলছে।
২০১৮ আগেই রাম মন্দির নির্মাণের জন্য বিশ্ব হিন্দু পরিষদ নিতে চলেছে এক বড় পদক্ষেপ,জানলে হিন্দুরা গর্ব বোধ করবেন।
রাম মন্দির তৈরী নিয়ে বিতর্ক বহুদিনের।রাম জনমিভূমির জন্য নব্বই দশক থেকে আন্দোলন করছে বিশ্ব হিন্দু পরিষদ।কিন্তূ আর আন্দোলন নয় এবার ২০১৮ এর মধ্যে রাম মন্দির তৈরী হবে এবং তার পরিকল্পনা তুঙ্গে বলে জানালো বিশ্ব হিন্দু পরিষদের সুরেন্দ্র জৈন।২০১৮ সালের মধ্যে রাম মন্দির নির্মাণের জন্য এই মাসেই শীর্ষ নেতৃত্বের সাথে আলোচনা হবে সংগঠনের।অযোধ্যায় রাম মন্দির নির্মাণের জন্য ভুবেনশরে হবে বিশ্ব হিন্দু পরিষদের সাংগঠনিক সভা।২৭ শে নভেম্বর থেকে শুরু হওয়া ওই সভায় যোগ দেবেন রাজ্যের সমস্ত প্রতিনিধিরা।এছাড়াও যোগ দেবেন বিভিন্ন দেশের প্রতিনিধিরা।সুরেন্দ্র জৈন বলেন, আর আমরা রাম মন্দির তৈরিতে দেরি করতে চাই না।২০১৮ সালের মধ্যে রাম মন্দির সব রকম ভাবে যাতে সম্পুর্ন করা যায় তার পরিকল্পনা নেওয়া হবে।সভায় জোর করে ধর্মান্তরিত করা,গোরক্ষা ,সন্ত্রাসবাদ নিয়েও আলোচনা হবে।
আপনাদের জানিয়ে রাখি, অযোধ্যার বিতর্কিত ভূমিতে রাম মন্দির নির্মাণ নিয়ে মামলা চলছে কিন্তু কোর্ট এবার আলোচনা করে মিটিয়ে নেওয়ার পরামর্শ দিয়েছেন।তাই এবার সভা সমাবেশ করে কেন্দ্রীয় নেতৃত্বের সাথে কথা বলে ২০১৮ এর মধ্যে রাম মন্দির নির্মাণ মিটিয়ে নেওয়ার পরিকল্পনা চলছে।
EmoticonEmoticon