সুভাষ চন্দ্র বসু (Subhash Chandra Bose) এর আজ ১২৩ তম জন্ম জয়ন্তী। bangla khobor আর আজকের এই শুভ দিনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) বলেন, ভারতীয় সাথিদের উন্নতি আর ভালোর জন্য সর্বদা এগিয়ে থাকা নেতাজি’কে এই দেশ চিরকাল মনে রাখবে। নরেন্দ্র মোদী ট্যুইট করে ১.৫৫ সেকেন্ডের একটি ভিডিও শেয়ার করে স্বাধীনতা সংগ্রামে নেতাজির যোগদানের ব্যাপারে বলেন, আর দেশে স্বাধীনতায় ওনার বলিদান স্মরণ করেন।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, ‘ভারত। নেতাজি সুভাষ চন্দ্র বসুর বীরত্ব আর উপনিবেশবাদের বিরোধিতায় ওনার যোগদান সবসময় মনে থাকবে। উনি ভারতীয়দের উন্নতি আর ভালোর জন্য সর্বদা এগিয়ে থাকতেন।”
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নেতাজি সুভাষ বসুর পিতা জানকিনাথ বসু দ্বারা ওনার জন্মের সময় লেখা একটি চিঠির কথা উল্লেখ করে ট্যুইট করেন। ট্যুইটের ক্যাপশনে উনি লেখেন, ‘২৩ জানুয়ারি ১৮৯৭, জানকিনাথ বসু নিজের ডায়রিতে লিখেহচিলেন, ‘মধ্যরাতে এক পুত্র সন্তানের জন্ম হয়েছে।” আর সেই ছেলে একজন বাহাদুর স্বাধীনতা সংগ্রামী হয়ে উঠলেন। উনি নিজের জীবন মহান ভারতের স্বাধীনতা সংগ্রামের জন্য সমর্পিত করে দেন। আমি নেতাজি সুভাষ বসুর কথা বলছি, ওনাকে আজ ওনার জন্ম জয়ন্তীতে গর্বের সাথে স্মরণ করছি।”
https://platform.twitter.com/widgets.jsOn 23rd January 1897, Janakinath Bose wrote in his diary, “A son was born at midday.”This son became a valorous freedom fighter and thinker who devoted his life towards one great cause- India’s freedom.
I refer to Netaji Bose, who we proudly remember on his Jayanti today. pic.twitter.com/wp3UjudKJ4
— Narendra Modi (@narendramodi) January 23, 2020
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, ‘ভারত। নেতাজি সুভাষ চন্দ্র বসুর বীরত্ব আর উপনিবেশবাদের বিরোধিতায় ওনার যোগদান সবসময় মনে থাকবে। উনি ভারতীয়দের উন্নতি আর ভালোর জন্য সর্বদা এগিয়ে থাকতেন।”
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নেতাজি সুভাষ বসুর পিতা জানকিনাথ বসু দ্বারা ওনার জন্মের সময় লেখা একটি চিঠির কথা উল্লেখ করে ট্যুইট করেন। ট্যুইটের ক্যাপশনে উনি লেখেন, ‘২৩ জানুয়ারি ১৮৯৭, জানকিনাথ বসু নিজের ডায়রিতে লিখেহচিলেন, ‘মধ্যরাতে এক পুত্র সন্তানের জন্ম হয়েছে।” আর সেই ছেলে একজন বাহাদুর স্বাধীনতা সংগ্রামী হয়ে উঠলেন। উনি নিজের জীবন মহান ভারতের স্বাধীনতা সংগ্রামের জন্য সমর্পিত করে দেন। আমি নেতাজি সুভাষ বসুর কথা বলছি, ওনাকে আজ ওনার জন্ম জয়ন্তীতে গর্বের সাথে স্মরণ করছি।”
EmoticonEmoticon