রাজ্য জয়ের পর প্রধানমন্ত্রী মোদীর এক যুগান্তকারী মন্তব্য..

- March 03, 2018

সুপ্রভাত ডিজিটাল: প্রধানমন্ত্রী মোদী যার জন্য বিজেপি আজ এই জায়গায় জিত। এবার ওনার প্রতিক্রিয়া পাওয়া গেল টুইটারে। তিনি টুইটারে লেখেন মেঘালয়, নাগাল্যান্ড ও ত্রিপুরার মানুষ জনাদেশ দিয়েছেন।





বিজেপির 'অ্যাক্ট ইস্ট' নীতিকে সমর্থন করার জন্য ধন্যবাদ জানাচ্ছি। মানুষের স্বপ্নপূরণের জন্য বদ্ধপরিকর আমরা। প্রধানমন্ত্রী মোদী বলেন ত্রিপুরার জয়কে যুগান্তকারী জয়। এই জয় শুধু বিজেপির না এই জয় সব সাধারণ মানুসের। এটা বামেদের সঙ্গে আদর্শের লড়াই ছিল বলেও মনে করিয়ে দিয়েছেন নরেন্দ্র মোদী। নাগাল্যান্ডে বিজেপির সাফল্যের জন্যেও ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী মোদী। 







EmoticonEmoticon

 

Start typing and press Enter to search