মোদীর চাপে এবার উত্তরপ্রদেশে কি জোট করতে চলেছে সপা-বসপা??

- March 04, 2018

মোদীর চাপে উত্তরপ্রদেশে উপনির্বাচনে জোট বাধলো দুই বিরোধী দল। বিজেপিকে আটকাতে এ বার উত্তরপ্রদেশের দুই প্রতিদ্বন্দ্বী দল সমাজবাদী পার্টি ও বহুজন সমাজ পার্টি হাত মেলাতে চলেছে। নরেন্দ্র মোদীর বিজয় রথ থামাতে হিমশিম খাচ্ছে বিরোধীরা। 


রাজনৈতিক মতাদর্শগত ফারাক সরিয়ে রেখেই একজোট হওয়ার চেষ্টা করছেন বিভিন্ন দলের নেতানেত্রীরা। আসল ঘটনাটি হলো উপনির্বাচন। এবার উপনির্বাচনে বিজেপিকে হারাতে সমাজবাদী পার্টি ও বহুজন সমাজ পার্টি জোট হতে চলেছে। ১১ মার্চ গোরক্ষপুর ও ফুলপুর কেন্দ্রে ভোট ও ফল ঘোসনা ১৪ মার্চ। 

বর্তমানে উপনির্বাচনে গোরক্ষপুরের সাংসদ ছিলেন ন্ত্রী যোগী আদিত্যনাথ। এবার উপনির্বাচনেও সেটাই দেখা গেল চাপে পরে এখন বন্ধুত সপা-বসপা।গোরক্ষপুরে সমাজবাদী পার্টি তাদের সহযোগী দল নিশাদ পার্টির প্রধান সঞ্জয় নিশাদের ছেলে প্রবীণ নিশাদকে প্রার্থী হিসাবে দাঁড় করিয়েছে এবং ওই আসনে বিজেপির প্রার্থী উপেন্দ্র শুক্ল ও কংগ্রেস প্রার্থী হয়েছেন সুহৃতা চট্টোপাধ্যায়।


EmoticonEmoticon

 

Start typing and press Enter to search