সুপ্রভাত ডিজিটাল: ভোট এর ফলাফল এর ২ দিন বাদে কংগ্রেস সভাপতি রাহুল এর টুইট এলো যার জন্য কংগ্রেস পার্টিও অপেক্ষা করছিল। ৩ রাজ্যে ভোট ফল এর সময় রাহুল গান্ধী ছিলেন বিদেশে ওনার দিদার বাড়ি। দলের এমন বিপর্যয়ের সময় তিনিই দেশে ছিলেন না ছিলেন ইতালিতে।
অবশেষে নীরবতা ভেঙে উত্তরপূর্বের মানুষের দেওয়া রায় মাথা পেতে নিচ্ছেন, তাঁদের আস্থা ফিরে পেতে তিনি দায়বদ্ধ বলে জানালেন রাহুল গাঁধী এক টুইট করে। তিনি টুইতে বলেন ত্রিপুরা, নাগাল্যান্ড, মেঘালয়ের মানুষের রায় সম্মান করে কংগ্রেস।
আমরা গোটা উত্তরপূর্বে দলকে শক্তিশালী করে মানুষের আস্থা ফিরে পেতে দায়বদ্ধ হবো, কংগ্রেসের প্রতিটি কর্মীকে আন্তরিক ধন্যবাদ জানাই যাঁরা দলের জন্য কাজ কাজ করেছেন। বর্তমানে এই নির্বাচনে কংগ্রেস মেঘালয়ে ২১টি আসন ত্রিপুরা ও নাগাল্যান্ডে একটিও আসন পায়নি কংগ্রেস। বামদের থেকেও খারাপ অবস্তা কংগ্রেসের।
24 ghanta Live News
24 ghanta Live News
EmoticonEmoticon