মূর্তির উপর হামলায় কড়া ব্যবস্তা প্রধানমন্ত্রী মোদীর..

- March 07, 2018

সুপ্রভাত ডিজিটাল: বাধ্য হয়ে এবার প্রধানমন্ত্রী মূর্তি নিয়ে মুখ খুললেন। কলকাতায় শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় ও ত্রিপুরায় লেনিন এবং তামিলনাড়ুর ভেলোরে ইভিআর রামস্বামী পেরিয়ার নিয়ে পর পর তিনটি মূর্তি ভাঙচুর করা হয় দেশে। 



স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে ইতিমধ্যেই সংশ্লিষ্ট রাজ্যগুলোর সঙ্গে যোগাযোগ করেছে রাজনাথ সিংহ, তিনি বলেন কাউকে ছাড়া হবে না যারা যারা দোষ করেছে সবাই শাস্তি পাবে। বিজেপি সভাপতি অমিত শাহ এই ঘটনার কড়া নিন্দা করে বলেন দুই রাজ্যে ঘটনার সঙ্গে যদি আমাদের দলের কেউ যুক্ত থাকে তাহলে তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। 

কলকাতার কেওড়াতলায় জনসঙ্ঘের প্রতিষ্ঠাতা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তি যে ভাবে ভাঙচুর করা হয়েছে তার পর কড়া নির্দেশ দেওয়া হয় প্রধানমন্ত্রীর তরফ থেকে স্বরাষ্ট্র মন্ত্রকে, সব ঘটনা খতিয়ে দেখা হচ্ছে যে যে যুক্ত থাকবে সবাইকে শাস্তি দেওয়া হবে বলে যানান স্বরাষ্ট্র মন্ত্রক। 



***********©সুপ্রভাত.ইন - এই নিউজ পোর্টাল থেকে প্রতিবেদন নকল করা দন্ডনীয় অপরাধ৷ প্রতিবেদন ‘চুরি’ করা হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে, ধন্যবাদ।****************








EmoticonEmoticon

 

Start typing and press Enter to search