স্মার্ট রেল প্রকল্প এবার ভারত সরকারের। আর কিছুদিনের মধ্যেই স্মার্ট রেল চলবে ভারতে। স্মার্ট রেল শুনে সাধারণ মানুসের একটু হলেও উত্সাহিত হবে। কি কি থাকবে এই রেলে ? কেমন হবে এই গাড়ি দেখতে তাহলে আপনাকে জানিয়ে রাখি ট্রেনে থাকবে সিসিটিভি ক্যামেরা তার সাথে আবার ওয়াইফাইয়ের ব্যবস্থা। এমনটাই জানালেন দেশের বর্তমান রেলমন্ত্রী পীযূষ গয়াল।
তিনি বলেন আমরা সব ট্রেনে সিসিটিভি ক্যামেরা লাগানো এবং ওয়াইফাইয়ের সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি এবং এই কাজ খুব তারাতারি পূর্ণ করবো আমরা। তিনি এর সাথে আরো বলেন আমাদের সরকার দেশের সব রেলস্টেশন পরিচ্ছন্ন ও সুরক্ষিত রাখা হল মোদী সরকারের ধর্ম। তিনি এর সাথে বলেন রায়বরেলির রেল কোচ তৈরির কারখানাকে বিশ্বের বৃহত্তম করে তুলবে আমাদের সরকার, এবং তার জন্য যথাযত ব্যবস্তা আমরা এখন থেকেই নিতে শুরু করেছি।
এর সাথে তিনি বলেন কিছু যাত্রী ভালো সুবিধা গুলিকে ঠিক করে ব্যবহার না করে তাতে ক্ষতি করার চেষ্টা করে যার ফলে যাত্রীরা প্রায়ই এলসিডি স্ক্রিন ভেঙে দিচ্ছেন। তেজস এক্সপ্রেস চালু হওয়ার পর থেকেই হেডফোন চুরি হয়ে যাচ্ছে। এমন ক্ষতি যারা করছে ধরা পড়লে শাস্তি তাকে পেতেই হবে, কিছু মানুসের জন্য সাধারণ মানুসের অসুবিধা বড়দাস্ত করবো না।
*****©সুপ্রভাত.ইন - এই নিউজ পোর্টাল থেকে প্রতিবেদন নকল করা দন্ডনীয় অপরাধ৷ প্রতিবেদন ‘চুরি’ করা হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে, ধন্যবাদ।******
EmoticonEmoticon