গেরুয়া রাজ - ভারতের 21 রাজ্য সহ 70 শতাংশ দখল বিজেপির..!!

- March 08, 2018

সুপ্রভাত ডিজিটাল: ত্রিপুরা,মেঘালয় ও নাগাল্যান্ড এর পর পর জয়ের পর এবার রেকর্ড করলো এনডিএ সরকার অর্থাৎ মোদী সরকার। এই প্রথম কোনো রাজনৈতিক দল দেশের ৭০% ভাগ দখল করেছে। বর্তমানে বিজেপি শাসিত ২১টি রাজ্যে দেশের ৭০% লোক বসবাস করে। এই রেকর্ড ইন্দিরা গান্ধী অর্থাৎ কংগ্রেসেরের আমলেও ছিল না।



দেশে ২০১৪ প্রথম মোদী ঝড় এসেছিল এবং সেই ঝড় যত দিন যাচ্ছে বাড়ছে। নরেন্দ্র মোদী এবং অমিত শাহ জুটি বিজেপিতে নিয়ে আসলো এক নতুন স্বর্ণযুগ। এর আগে কোনও রাজনৈতিক দল এত বড় সাফল্য পায়নি। বর্তমানে দেশের সবথেকে বড় ১০টি জনবহুল রাজ্যের মধ্যে বর্তমানে ৭টিতে ক্ষমতায় রয়েছে বিজেপি। রাজ্যগুলি হল উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, বিহার, অন্দ্রপ্রদেশ, মধ্যপ্রদেশ, গুজরাত এবং রাজস্থান।



***********©সুপ্রভাত.ইন - এই নিউজ পোর্টাল থেকে প্রতিবেদন নকল করা দন্ডনীয় অপরাধ৷ প্রতিবেদন ‘চুরি’ করা হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে, ধন্যবাদ।****************
24 Ghanta Live News


EmoticonEmoticon

 

Start typing and press Enter to search