ইন্টারনেটে ভাইরাল গার্ল প্রিয়া প্রকাশকে নিয়ে দেশজুড়ে আলোচনার শেষ নেই। তবে সব থেকে বেশি আলোচনা বা সমালোচনা হচ্ছে তার ভাইরাল গানের বিরুদ্ধে। অভিযোগ উঠেছে ধর্ম অবমাননার। প্রিয়া প্রকাশের বিখ্যাত ভাইরাল গানে নাকি ইসলাম ধর্মকে অবমাননা করা হয়েছে।
এই অভিযোগেই হায়দ্রাবাদে সিনেমার পরিচালক উমুর লুলুর-এর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এই খবর পাওয়ার পরই কেরালার মুখ্যমন্ত্রী পেনালি বিজয়ন প্রিয়ার পাশে দাঁড়িয়ে মুখ খুললেন ফেসবুকে। "শিল্পীর ভাবনা এবং কর্মের স্বাধীনতা থাকা উচিত। কারোর অভিব্যক্তি নিয়ে অসহিষ্ণুতা মানা যায় না।" তিনি ফেসবক পোস্টে এমনিই মন্তব্য করলেন।
EmoticonEmoticon