শ্রীকৃষ্ণের জায়গায় রাহুল গান্ধী কেন ?? দেখুন পুরো বিষয়টি ও তারপর মতামত দিন..

- February 11, 2018



দেশে ফের কিছু রাজনৈতিক দল এমন কান্ড করে তার পরিভাষা নেই। এবার ঘটনা রাহুল গান্ধীকে নিয়ে,তার সমর্থকেরা এবার তাকে মহাভারতের আসরে বসালেন, রাজ্যসভায় প্রধানমন্ত্রী বক্তব্য রাখার সময়ে হাসছিলেন কংগ্রেস সাংসদ রেণুকা চৌধুরী।সে সময় কার্যত তাঁকে ধমক দেন চেয়ারম্যান বেঙ্কাইয়া নাইডু। এরপর রেণুকাকে থামিয়ে নরেন্দ্র মোদী খোঁচা দিয়ে বলেন যে রামায়ণের পর এমন হাসি রেণুকার থেকেই ফের শুনতে তিনি আজ। এই ঘটনার পর কংগ্রেস ওই ঘটনার প্রেক্ষিতেই এবার বিতর্কিত পোস্টার দিয়েছেন যুব কংগ্রেস নেতা হাসিম আহমেদ। দ্রৌপদীর বস্ত্রহরণ পর্ব দেখানো হয়েছে ওই পোস্টারে। সেখানে কৃষ্ণের ভূমিকায় স্বয়ং রাহুল গান্ধীকে দেখানো হয়, কৃষ্ণের জায়গায় রাহুল কেন? তাহলে কি রাহুলকে ভগবানের দরজা দিচ্ছে কংগ্রেস পার্টি।


EmoticonEmoticon

 

Start typing and press Enter to search