সড়ক দুর্ঘটনায় মৃত্যু উত্তরপ্রদেশের এই বিজেপি বিধায়কের..

- February 21, 2018

সুপ্রভাত ডিজিটাল: সড়ক দুর্ঘটনায় মৃত্যু উত্তরপ্রদেশের বিজেপি বিধায়ক এর, নাম লোকেন্দ্র সিংহর, তিনি ছিলেন সীতাপুরে বিজনুরের নুরপুরের বিধায়ক। দুর্ঘটনাটি ঘটে ২৪ নম্বর জাতীয় সড়কে কমলাপুর থানা এলাকায়, সেখানে বিধায়কের গাড়ির সঙ্গে ট্রাকটির মুখোমুখি সংঘর্ষ হয়। 


এই দুর্ঘটনায় বিধায়ক ও তাঁর দুই গানার এবং ট্রাক চালকের মৃত্যু হয়।দুর্ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই সংশ্লিষ্ট সরকারি আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছন। কিন্তু ঘটনাস্থলেই মৃত্যু হয় বিধায়ক সহ দুই গানার এবং ট্রাক চালকের। বিধায়কের গাড়ির চালক গাড়িতেই আটকে পরেন তাকে উদ্ধার করার পর হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
Today Bengali News




EmoticonEmoticon

 

Start typing and press Enter to search