চিনের ভাষাকে সরকারি ভাষা করছে পাকিস্তান!! ভারতের চাপে কি এমন সিদ্ধান্ত..

- February 20, 2018

চিনের ভাষাকে সরকারি ভাষার স্বীকৃতি দেওয়ার প্রস্তাব দিল পাকিস্তানের পার্লামেন্ট। এই পদক্ষেপ নেবার কারণ কি ভারত, ভারতকে দেখাতে চীন এর সাথে কেমন সম্পর্ক তা ভারতের সেই কারনে এমন সিধান্ত বলে মনে করছে রাজনৈতিক মহল।


পাকিস্তান এর মতে পাকস্তানের সাধারণ মানুষের যোগাযোগ স্থাপনে সুবিধা হবে চিনের। এই উদ্দেশ্যেই চিনের মান্দারিনকে সরকারি ভাষার স্বীকৃতি দিতে চলেছে পাকিস্তান। পাকিস্তান চীন এর মান্দারিন ভাষাকে সরকারি ভাষার স্বীকৃতি দিতে চলেছে। পাকিস্তান সরকারের এই পদক্ষেপ নিয়ে পাকিস্তানেই বিতর্ক শুরু হয়ে গেছে।


EmoticonEmoticon

 

Start typing and press Enter to search