সরকারি কর্মীদের ডিএ নাও দিতে পারে রাজ্য সরকার!! পড়ুন চাঞ্চলকর তথ্যটি..

- February 14, 2018

ডিএ নিয়ে বিতর্ক এখন চিন্তায় রাজ্যে কর্মচারী। ২০০৯ সালের আইনে বলা রয়েছে রাজ্য সরকার ডিএ দিতে বাধ্য কিন্তু তা সত্তেও রাজ্য সরকার এখন বলছে হাইকোর্টে ফের রাজ্য জানাল সরকারি কর্মীদের আইনি অধিকার নেই ডিএ-র উপর সরকারের যদি ইচ্ছে হয় তাহলেই সরকার তা প্রদান করবে।


হাইকোর্ট জানতে চায় ২০০৯ সালের রোপা আইনে বলা রয়েছে রাজ্য সরকার ডিএ দিতে বাধ্য তাহলে আপনি কি মনে করছেন রোপা থাকা সত্ত্বেও ডিএ-র আইনি বৈধতা নেই? মঙ্গলবার রাজ্য সরকারের বিরুদ্ধে সরকারি কর্মচারীদের করা ডিএ মামলার শুনানি ছিল বিচারপতি তাতেই এমন কথা উঠে আসে। কেন্দ্রীয় সরকারি কর্মীদের বেতনের তুলনায় রাজ্য সরকার বেতন তুলনামূলক খুবই কম।সেই কারণেই এর জন্যই ডিএ আদায়ে হাইকোর্টে যান সরকারী কর্মচারীরা। বিচারপতি দেবাশিস করগুপ্ত বলেন ডিএ সরকারের এক্তিয়ার তাই এই নিয়ে সিধান্ত নেবে রাজ্য সরকার।


EmoticonEmoticon

 

Start typing and press Enter to search