সব রাজ্যে চলছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর 'পরীক্ষা পে চর্চা' কিন্তু বাংলার বন্ধ কেন এই চর্চা??

- February 16, 2018

সুপ্রভাত ডিজিটাল: চায়ে পে চর্চার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর 'পরীক্ষা পর চর্চা‍' কিন্তু পশ্চিমবঙ্গ সরকার চায় না কোনও কলেজ বা বিশ্ববিদ্যালয়ে 'পরীক্ষা পর চর্চা‍' অনুষ্ঠানটি হয়। বৃহস্পতিবার এমনটাই জানালেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। 


সাংবাদিকরা কারণ জানতে চাইলে তিনি বলেন পরীক্ষার সময় প্রধানমন্ত্রীর ভাষণ শোনার থেকে ছাত্রদের পড়াশুনো করা বেশি দরকারি। পশ্চিমবঙ্গ সরকার চালিত কোনও শিক্ষা প্রতিষ্ঠানে প্রধানমন্ত্রীর বক্তব্য দেখানো হবে না সাফ বলে দেন শিক্ষামন্ত্রী।এই সিধান্ত কি ছাত্রছাত্রীদের কথা ভেবেই নেওয়া হয়েছে না রাজনৈতিক প্রতিবন্তির কারণে এমন সিধান্ত। আজ দিল্লির তালকোটরা স্টেডিয়ামে ছাত্রছাত্রীদের সঙ্গে আলাপ করবেন প্রধানমন্ত্রী মোদী।এই  প্রধানমন্ত্রীর অনুষ্ঠানটি  দেখানোর ব্যবস্থাও হয়েছে সব রাজ্যে 






EmoticonEmoticon

 

Start typing and press Enter to search