হোলির দিন নামাজের সময়সূচি বদল হলো এই রাজ্যে..

- February 28, 2018

হোলির দিন নমাজের সময়সূচি বদল এমনটাই করলেন ইমাম-ই-ইদগাহ মৌলানা খালিদ রশিদ ফিরাঙ্গি মাহলি। তিনি বলেন হোলিতে মাতোয়ারা লোকজনের সঙ্গে নমাজের প্রার্থনায় যোগদানকারীদের অশান্তি হয়েছে।


তাই আমরা বিশেষ করে সাধারণ এলাকার শান্তি বজায় রাখার কথা ভেবেই এই সিদ্ধান্ত নিয়েছি। নামাজের সময় বদলে ঠিক ১টা ৪৫-এ সময় ঠিক করা হয়। শিয়া পন্ডিত মৌলানা কালবে জাওয়াদও আসিফি মসজিদে প্রার্থনার সময় বদলে বেলা ১২টা ২০-র বদলে হবে দুপুর ১টায়। 

এর আগেও হিন্দুরাও এ ধরনের পদক্ষেপ নিয়েছিল ইমাম-ই-ইদগাহ মৌলানা খালিদ রশিদ ফিরাঙ্গি মাহলি বলেন ঈদের সময় এবছর জগন্নাথ যাত্রা দু ঘন্টা পিছিয়ে দিয়েছিল হিন্দুরা নিজে থেকে যাতে আমাদের সুবিধা হয়। রমজানের সময় তিনটি পরিবারের ঈদগাহর উল্টো দিকে রামলীলা ময়দানে বিয়ের আসর ছিল। ওরা আমাদের আবেদন মেনে বাজি পোড়ানো, ডিজে, গানবাজনার অনুষ্ঠানও বন্ধ করেছিল সে জায়গায় তো এটা এক সামান্য বেপার।










EmoticonEmoticon

 

Start typing and press Enter to search