ভারতের এই চাপের ফলে পাকিস্তানের সঙ্গ ছাড়তে বাধ্য হলো চিন..

- February 23, 2018

ভারতকে চাপে রাখতে বিভিন্ন মঞ্চে পাকিস্তানের পাশে দাঁড়ায় চিন। কিন্তু এবার চীনও পালটি খেলো, চীন এবার পাকিস্তানের হাত ছাড়ল। চাপে পাকিস্তান। পাকিস্তান যেভাবে সন্ত্রাস ছড়াচ্ছে তা আর কোনো দেশের কাছে লুলিয়ে নেই, 


আর সেই পাকিস্তানকে বারবার সমর্থন করে চীন বিশ্বের দরবারে এক সন্ত্রাস সমর্থক ভাব আসছিল কিন্ত বেজিংই এবার হাত ছাড়ল ইসলামাবাদের। ভারতের প্রধানমন্ত্রী মোদী কড়া ভাসায় জানায় যানান ভারত কোনদিনও সন্ত্রাস ও সন্ত্রাস সমর্থনদের কখনো সমর্থন করবে না। মার্কিন যুক্তরাষ্ট্র , ভারত ও অন্যান্য দেশের চাপের মুখেই অবস্থান বদল করেছে চিন। 

তবে পাকিস্তান এর দাবি, এব্যাপারে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। মাসখানেক আগেই পাকিস্তানকে সবরকম আর্থিক সাহায্য বন্ধ করে দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। এবার সেই পথে চীন। যে কাজ ভারত প্রথম শুরু করেছিল সেই কাজ আসতে আসতে বিশ্বের বড় বড় দেশ গুলো এখন করছে ভারতের চাপে পরে।





EmoticonEmoticon

 

Start typing and press Enter to search