Big Breaking: আবার সার্জিক্যাল স্ট্রাইক করতে চলেছে ভারতীয় সেনা, কিন্তু কবে কোথায় জানুন..

- February 24, 2018

ফের সার্জিক্যাল স্ট্রাইকের ইঙ্গিত দিলেন ভারতের সেনা প্রধান বিপিন রাওয়াত। কড়া ভাসায় পাকিস্তানকে জবাব দিতে তৈরী হচ্ছে ভারতীয় সেনা।পাকিস্তানকে চরম হুঁশিয়ারি দিলেন সেনা প্রধান বিপিন রাওয়াত।


তিনি বলেন সুঞ্জানের সেনা ছাউনিতে হামলার চড়া মূল্য পাকিস্তানকে দিতে হবে, তিনি এও বলেন যদি দরকার পরে তাহলে ফের সার্জিক্যাল স্ট্রাইক করবে ভারত। গত ১০ ফেব্রুয়ারি জম্মু-কাশ্মীরের সুঞ্জানে সেনার ৩৬ ব্রিগেডের সদর দফতরে হামলা চালায় জইশ-ই-মহম্মদের জঙ্গিরা। শহিদ হন ৬ জন জওয়ান। এবার তার জবাব দিতে চায় ভারত এমনটাই পস্ট করলেন সেনা প্রধান বিপিন রাওয়াত, তিনি এক সাক্ষাত্কারে এমন বলেন।





EmoticonEmoticon

 

Start typing and press Enter to search