Big Breaking: ত্রিপুরার থেকে বড় Exit poll কি বলছে। গেরুয়া ঝড় আসছে নাকি!!দেখুন..

- February 28, 2018


সুপ্রভাত ডিজিটাল: এবার লাল দুর্গে ফাটল ধরালো বিজেপি, ২৫ বছর ধরে ত্রিপুরার বাম সরকার চলছে, এবার কি তাহলে সেই বাংলার মতো পরিবর্তন। হে ঠিক তাই এমনটাই হতে চলেছে ত্রিপুরায়। ত্রিপুরায় ৬০ বিধানসভা আসন আছে, তার মধ্যে যে দল জিতবে তাকে ৩১ টি আসন পেতে হবে। নিউজ এক্স-এর সমীক্ষায় বলা হয়েছে ত্রিপুরার পরিবর্তন হবে।


এবার ত্রিপুরায় সিপিএম পেতে পারে ৪৪.৩ শতাংশ ভোট। বিজেপি ও তার সহযোগীদের ঝুলিতে এবার যেতে পারে ৪২.৮ শতাংশ ভোট। বিজেপি চমক দিতে পারে বামশাসিত এই রাজ্যে। এবার দেখার পালা শনিবার এর ফলাফল।এই ফলাফল দেখে মনে হচ্ছে ত্রিপুরার রং বদল হতে পারে।  


নিউজ এক্স সমীক্ষা - বিজেপি- ৩৫ - ৪৫ বাম- ১৪ - ২৩ অন্যান্য - ----

সি ভোটার সমীক্ষা - বিজেপি- ২৮-৩২ বাম- ২৬ - ৩৪ অন্যান্য - -----

অ্যাক্সিস মাই ইন্ডিয়া - বিজেপি- ৪৪ - ৫০ বাম - ৯ - ১৫ অন্যান্য- 0 -৩


Today Bengali News











EmoticonEmoticon

 

Start typing and press Enter to search